Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা কার্যক্রম জোরদার।

কুড়িগ্রাম, ১৮ নভেম্বর ২০২৫: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) শিক্ষার্থীদের আউটকাম বেসড এডুকেশন (OBE) কোর্স কারিকুলামের অংশ হিসেবে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি কৃষি সম্পর্কিত বাস্তব জ্ঞান অর্জনের জন্য নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম-এর আন্তরিক প্রচেষ্টা এবং দিক-নির্দেশনায়, অভ্যন্তরীণ ব্যবহারিক ক্লাসের পাশাপাশি কুড়িগ্রামের বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে ব্যবহারিক শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে

এরই ধারাবাহিকতায় গত ০৮ নভেম্বর ২০২৫, কুড়িগ্রামের একটি কৃষি যন্ত্রপাতি বিক্রয় ও সার্ভিসিং সেন্টারে কৃষি অনুষদের লেভেল-১, সেমিস্টার-২ এর শিক্ষার্থীদের 'ফার্ম মেকানিক্স' বিষয়ের উপর ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়। এখানে শিক্ষার্থীদের বিভিন্ন কৃষি যন্ত্রপাতির গঠন প্রণালি, পরিচালনা পদ্ধতি এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিতভাবে শেখানো হয়।

এছাড়াও গত ১০ নভেম্বর ২০২৫, কৃষি অনুষদের লেভেল-১, সেমিস্টার-২ এর শিক্ষার্থীদের জন্য 'Ornamental, Landscape and Plantation Horticulture (Practical)' কোর্সের অংশ হিসেবে একটি নার্সারি ভিজিট অনুষ্ঠিত হয়। এতে হর্টিকালচার বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অর্নামেন্টাল (শোভাবর্ধক) গাছ এবং প্ল্যান্টেশন গাছ সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আব্দুল আলীম-সহ কৃষি অনুষদের অন্যান্য শিক্ষকমণ্ডলী ।

পরবর্তীতে ১৬ নভেম্বর ২০২৫, বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের উদ্যোগে কুড়িগ্রামের মৎস্য বীজ উৎপাদন খামারেপুকুর বাস্তুসংস্থান ও পানির বিভিন্ন প্যারামিটার যাচাই ফিল্ড ট্রিপঅনুষ্ঠিত হয়। মৎস্য অনুষদের লেভেল-১, সেমিস্টার-১ এর “Introductory Aquaculture” এবং “Aquatic Ecology” বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীরা এই শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করে। এ সফরের মূল উদ্দেশ্য ছিল বাস্তব পরিবেশে পুকুর বাস্তুসংস্থান (Pond Ecosystem) সম্পর্কে ধারণা লাভ করা এবং পুকুরের পানির গুরুত্বপূর্ণ প্যারামিটারসমূহ (যেমন: তাপমাত্রা, pH, দ্রবীভূত অক্সিজেন, অ্যামোনিয়া, নাইট্রাইট, স্বচ্ছতা ইত্যাদি) পরিমাপ ও বিশ্লেষণ করা। ফিল্ড ট্রিপ চলাকালীন শিক্ষার্থীরা খামারের বিভিন্ন পুকুর পরিদর্শন করে এবং বিশেষজ্ঞদের নির্দেশনায় আধুনিক পদ্ধতি ব্যবহার করে পানি বিশ্লেষণের তথ্য সংগ্রহ করে।

মাঠপর্যায়ের এই হাতে-কলমে প্রশিক্ষণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণা ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশাবাদ ব্যক্ত করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও বাস্তব সমস্যার সমাধান এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের ফিল্ড ট্রিপ নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করে।

এছাড়াও, শিক্ষার্থীদের মাঠ গবেষণার দক্ষতা উন্নয়নের জন্য উপাচার্য মহোদয় সম্প্রতি খামারবাড়ি, কুড়িগ্রাম -এর আওতাধীন কিছু জমি এবং একটি পুকুর ব্যবহারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এর ফলে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জ্ঞানের পরিধি আরও প্রসারিত করতে পারবে