Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) রুরাল ইনভেস্ট (RIV) টুলকিটের প্রশিক্ষক দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২৫: 

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম আজ বিকালে ঢাকাস্থ অতিথি ভবন অফিসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর রুরাল ইনভেস্ট (RIV) টুলকিটের প্রশিক্ষক দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নানা দিক নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে FAO-এর বিশেষজ্ঞ দল RIV টুলকিটের কার্যকারিতা, প্রাসঙ্গিকতা ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। রুরাল ইনভেস্ট (RIV) টুলকিটের প্রশিক্ষক দলের মধ্যে উপস্থিত ছিলেন  Ms. Katarzyna (Kate) Czaplicka, PhD, Senior Technical Advisor, RAINS Project, FAO Representation in Bangladesh , Chloé Cangiano, Capacity Development Specialist, Rural Invest Coordinator, FAO Investment Centre, Food and Agriculture Organization of the United Nations,  Cora Dankers, Agribusiness Officer, FAO, FAO Investment Centre, Food and Agriculture Organization of the United Nations , Md. Nazrul Islam, National Business Development and Private Sector Engagement Expert, RAINS Project, FAO Representation in Bangladesh.

FAO-এর রুরাল ইনভেস্ট (RIV) টুলকিট একটি গুরুত্বপূর্ণ উপকরণ যা কৃষি বিনিয়োগ পরিকল্পনা ও বিশ্লেষণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। এটি মূলত কৃষক, কৃষি উদ্যোক্তা, নীতিনির্ধারক ও গবেষকদের দীর্ঘমেয়াদি কৃষি বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে। 

মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম বৈঠকে বলেন, “বাংলাদেশের কৃষির উন্নয়নে বিনিয়োগ ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। FAO-এর এই টুলকিট আমাদের শিক্ষার্থীদের কৃষি অর্থনীতি ও বিনিয়োগ পরিকল্পনার ক্ষেত্রে বাস্তবভিত্তিক দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। ভবিষ্যতে আমরা এটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির উদ্যোগ গ্রহণ করবো ।” 

আলোচনায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ও FAO-এর মধ্যে গবেষণা ও প্রশিক্ষণ সংক্রান্ত  পারস্পরিক  সহযোগিতার সম্ভাবনাসহ যোগসূত্র স্থাপিত হয়েছে।  উভয় পক্ষই আগামীতে যৌথ প্রশিক্ষণ কর্মশালা, গবেষণা প্রকল্প ও শিক্ষার্থীদের জন্য বিশেষ দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।  

FAO প্রতিনিধি দল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও গবেষণা কার্যক্রমের বিষয়ে নানা উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম কৃষি বিষয়ক গবেষণাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে  পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।    

FAO ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের এই যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থায়ন শিক্ষার টেকসই সক্ষমতা অর্জনের পথ সুগম করবে।