কুড়িগ্রাম, ২৬ মে ২০২৫: আজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম বেলুন উড়িয়ে এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে খেলাধুলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, দলগত চেতনা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়”। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী উৎসাহ নিয়ে বিভিন্ন খেলায় অংশ গ্রহণ করেন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বাস করে, এই ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে এবং একটি সুস্থ-সবল জাতি গঠনে ভূমিকা রাখবে।