Here you will see the details of a News or Event

কুড়িগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে কুড়িকৃবি উপাচার্যের সক্রিয় অংশগ্রহণ।

কুড়িগ্রাম, ২৭ আগস্ট, ২০২৫ - বুধবার সকালে কুড়িগ্রাম রিভার ভিউ হাই স্কুল মাঠে শিখো-প্রথম আলো আয়োজিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে উপস্থিত হন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম। বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উপাচার্য মহোদয় প্রথমেই আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান, কারণ তারা প্রতিবছর দেশের মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানিয়ে তাদের মনোবল ও অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য মহোদয় বলেন, “প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই সম্মান শুধুমাত্র তোমাদের নয়—এটা তোমাদের বাবা-মা, শিক্ষক ও পুরো সমাজের গর্ব। জিপিএ-৫ পাওয়ার মাধ্যমে তোমরা প্রমাণ করেছ যে নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফলাফল সবসময়ই মধুর হয়। তবে মনে রাখতে হবে, এটি জীবনের পথচলার কেবল শুরু। সামনে তোমাদের জন্য অপেক্ষা করছে আরও বড় বড় চ্যালেঞ্জ এবং সেগুলো মোকাবিলা করার দায়িত্ব তোমাদেরই নিতে হবে।

আজকের পৃথিবী শুধু বইয়ের জ্ঞান দিয়ে এগোয় না। নৈতিকতা, সৃজনশীলতা, প্রযুক্তি জ্ঞান এবং মানবিক মূল্যবোধ-এসবকেই সমান গুরুত্ব দিতে হবে। দেশের জন্য, সমাজের জন্য তোমাদের দায়িত্ব রয়েছে। ভবিষ্যতে তোমরা যেন শুধু সফল পেশাজীবীই না হও, বরং সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হয়ে ওঠো-এটাই আমাদের প্রত্যাশা। মনে রেখো-তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের স্বপ্ন, মেধা আর সততা দিয়েই আমাদের দেশ আরও সমৃদ্ধ ও উন্নত হবে।”

উপাচার্য মহোদয় প্রথম আলোকে আবারও আন্তরিক ধন্যবাদ জানান, কারণ তাদের এই আয়োজন দেশের তরুণ প্রজন্মকে নতুন করে স্বপ্ন দেখায় এবং বড় হতে অনুপ্রাণিত করে।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিবিসির ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি রিকতা আখতার, গ্রাম পাঠাগার আন্দোলনের উদ্যোক্তা জয়নাল আবেদীন, পিভিসি পাইপ দিয়ে টেলিস্কোপ তৈরির খুদে বিজ্ঞানী ফারাবী, কুড়িগ্রাম জেলার সেরা পাঠক সামিউল হক নান্টু এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও শিক্ষক সাহাব উদ্দিন।

এই সংবর্ধনা অনুষ্ঠানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, এই ধরনের অনুপ্রেরণামূলক বার্তা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় সহায়ক হবে।