কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম কুড়িগ্রাম শহরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, প্রতিবন্ধী স্কুলসহ স্থানীয় বয়োজ্যেষ্ঠ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
শীতের তীব্র কনকনে ঠান্ডায় উত্তর জনপদের দরিদ্র মানুষের দুর্দশা দেখে উপাচার্য মহোদয় এই উদ্যোগ গ্রহণ করেন। শীতবস্ত্র বিতরণকালে উপাচার্য মহোদয় বলেন, “মানব সেবা আমাদের সকলের কর্তব্য। এই শীতকালে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব”।
শীতবস্ত্র পাওয়া দুস্থরা উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, “এই শীতবস্ত্র আমাদের জন্য শীত লাঘবে অনেক উপকারে আসবে”। তারা উপাচার্য মহোদয়ের এই মহতী উদ্যোগের সাধুবাদ জানান এবং তাঁর সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করেন।
উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলামের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। সকল শ্রেণির মানুষই তার এই মানবিক কাজের প্রশংসা করেছেন। তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের জন্য অনুপ্রেরণা।