কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম আজ বুধবার, ১৬ই জুলাই ২০২৫ 'জুলাই শহীদ দিবস' উপলক্ষ্যে বীর শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত এবং মোনাজাত করেন। এ সময় তিনি আবু সাঈদ এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর বীরত্বপূর্ণ ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। উপাচার্য মহোদয় উল্লেখ করেন যে, শহীদ আবু সাঈদ স্বাধীনতা ও দেশের উন্নয়নের লক্ষ্যে যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তা জাতির জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।