কুড়িগ্রাম, ২০ জানুয়ারি ২০২৬: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল-১, সেমিস্টার-১-এর শিক্ষার্থীদের ‘এগ্রোনমি’ বিষয়ে বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) একটি মাঠ সফর অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন হালাবট এলাকায় স্থানীয় কৃষকের জমিতে ধান চাষের আধুনিক ও প্রথাগত কৃষি প্রযুক্তির ওপর শিক্ষার্থীদের সরাসরি প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে শিক্ষার্থীরা ধান চাষের বিভিন্ন কলাকৌশল নিজ হাতে সম্পন্ন করার অভিজ্ঞতা অর্জন করেন।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করছে, যাতে শিক্ষার্থীরা দক্ষ কৃষিবিদ হিসেবে নিরাপদ খাদ্য উৎপাদনে ভূমিকা রাখতে পারে।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম এই উদ্যোগ সম্পর্কে বলেন:
“এ ধরনের কার্যক্রম পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞান এবং বাস্তব জগতের প্রয়োগের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করে। এটি শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক, উদ্ভাবনী এবং দক্ষতাভিত্তিক শিক্ষার প্রাথমিক ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।”
তিনি আরও যোগ করেন, “মাঠ পর্যায়ের এই অভিজ্ঞতা শিক্ষার্থীদের দক্ষ কৃষিবিদ হিসেবে গড়ে তুলবে। এই দক্ষ কৃষিবিদগণ আগামী দিনে নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করতে সহায়তা করবেন। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের মাঠ পর্যায়ের ব্যবহারিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।”