কুড়িগ্রাম, ৫ আগস্ট ২০২৫: 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসটি উপলক্ষ্যে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম।
এদিন সকালে উপাচার্য মহোদয় জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এরপর বেলুন উড়িয়ে তিঁনি অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি র্যালি শুরু হয়ে ভোকেশনাল মোড় প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসে।
পরে উপাচার্য মহোদয় একাডেমিক ভবনের পঞ্চম তলায় লাইব্রেরিতে 'জুলাই ৩৬ কর্নার' উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি 'জুলাই ৩৬ কর্নার' তৈরিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কর্নারে অবস্থিত দেয়ালিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন। তিনি বলেন, "স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে।"
শিক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ হাবিবুল ইসলাম শুভ এবং মোছাঃ শাহরিয়া জাহান স্বর্ণার উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমে কোরআন থেকে তেলোয়াত করেন এবং দোয়া পরিচালনা করেন শুয়াইব হোসেন। জুলাইয়ের স্মৃতি তুলে ধরেন মোঃ জুনায়েদ আহাম্মেদ শাওন। কবিতা আবৃত্তি করেন মোছাঃ মিসকাতুল জান্নাত মাহি ও মোছাঃ ইরা আক্তার।
দেশাত্মবোধক গান পরিবেশন করেন গৌরী বর্মন, নূর-ই-নাহরিন নাইস, জান্নাতুল ফেরদৌসে নওরিশ, সাকলাইন, মাহমুদ পিয়াল, ইরফান শোয়েব, মোঃ হাবিবুল ইসলাম শুভ, জুনায়েদ আহাম্মেদ, আব্দুল্লাহ আল বাকি বাদশাহ, মেরাজুল ইসলাম কাফি এবং মোঃ রাহা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।