Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

কুড়িগ্রাম: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডেপুটি রেজিস্ট্রার মোঃ সাদেকুজ্জামান এর সঞ্চালনায় কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. শাহ্‌ মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে কৃষি এবং মৎস্য অনুষদের অতিথি শিক্ষকরা বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন ছাত্র এবং একজন ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কোর্স লে-আউট প্রদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন।

এই অনুষ্ঠানের মাধ্যমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের শিক্ষাজীবন শুরু করল।