Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেড় শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেড় শতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম পৌরসভার নামা ভেলাকোপায় এসব ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ কবির প্রমুখ।
 
এসময় বন্যার্তদের মাঝে চাল, ডাল, পিঁয়াজ, আলু, সয়াবিন তেল, চিড়া, গুড়, স্যালাইন ও বোতলজাত পানি বিতরণ করা হয়।
 
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন বলেন, আমরা বন্যার্তদের পাশেই আছি। যে কোনো দুর্যোগে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় জেলার সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবে।