Here you will see the details of a News or Event

কুড়িকৃবিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কৃষি এবং মৎস্য অনুষদে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম দিন মোট ১৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িকৃবি) ক্যাম্পাস অবশেষে শিক্ষার্থীদের পদচারণে মুখর হতে যাচ্ছে। আজ সোমবার (৯ ডিসেম্বর) প্রথমবারের মতো এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন। নতুন বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও কুড়িকৃবি প্রথম থেকেই ডিজিটাল পদ্ধতি অর্থাৎ অনলাইনে ভর্তি ফরম পূরণসহ পেমেন্ট গেটওয়ে ব্যবহারের মাধ্যমে অর্থ গ্রহণের ব্যবস্থা করেছে।

এর আগে গত ২৫ অক্টোবর কৃষি গুচ্ছের আওতায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে আজ হতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন। ১২ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। আগামী জানুয়ারি মাসে শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ পাবেন এ বিশ্ববিদ্যালয়ে। মোট ৮০ টি আসনে ভর্তির সুযোগ থাকলেও প্রথম পর্যায়ে গ্রিকালচার অনুষদে ৩২ জন এবং ফিশারিজ অনুষদে ২২ জন শিক্ষার্থীকে ভর্তি হবে। ফাঁকা আসনে অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ২২ ডিসেম্বর ২০২৪ ভর্তি করা হবে।