Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আউটকাম বেসড কোর্স-কারিকুলা অনুমোদিত হয়েছে।

আলহামদুলিল্লাহ! স্নাতক পর্যায়ে কৃষি অনুষদের আওতায় বি.এসসি. ইন এগ্রিকালচার (অনার্স) ডিগ্রি এবং মৎস্য অনুষদের আওতায় বি.এসসি. ইন ফিশারিজ (অনার্স) ডিগ্রি প্রদানের লক্ষ্যে ইউজিসি এবং অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর নির্দেশনা মোতাবেক, কুড়িগ্রাম সহ আশেপাশের জেলার (গাইবান্ধা, লালমনিরহাট ও নীলফামারী) কৃষিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে, দেশি-বিদেশি প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক এবং কৃষি শিল্প প্রতিষ্ঠানের সাথে পরামর্শ করে, যুগোপযোগী এবং 4IR এর বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রণয়নকৃত আউটকাম বেসড কোর্স-কারিকুলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদন করেছে। তাছাড়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে লেভেল-১, সেমিস্টার-১ এ ছাত্র-ছাত্রী ভর্তি সংক্রান্ত অধ্যাদেশ সমূহও অনুমোদন করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করেন আউটকাম বেসড কোর্স-কারিকুলা এবং ছাত্রছাত্রী ভর্তি সংক্রান্ত অধ্যাদেশ সমূহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উত্তরাঞ্চলের উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণার নতুন দ্বার উন্মোচিত করবে।