কুড়িগ্রাম, ২০ নভেম্বর ২০২৫: কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কর্তৃক বুধবার (১৯ নভেম্বর ২০২৫) এক বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনে 'নবান্ন উৎসব-১৪৩২' পালিত হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাস মেতে ওঠে এক উৎসবের আমেজে।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের হাতে তৈরি বাহারি পিঠা। শিক্ষার্থীরা উৎসাহের সাথে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা তৈরি করে তা পরিবেশন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম-এর অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে উৎসবের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের সাথে নিয়ে রঙিন ফিতা কেটে নবান্ন উৎসবের শুভ উদ্বোধন করেন। এরপর শিক্ষার্থীরা উপাচার্য মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। শুভেচ্ছা পর্ব শেষে শিক্ষার্থীরা উপাচার্য মহোদয়, কৃষি অনুষদের ডিন এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের শীতের পিঠা পরিবেশন করেন।
শিক্ষার্থীদের তৈরি করা পিঠার ভূয়সী প্রশংসা করেন উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম। তিনি স্বল্প সময়ের প্রস্তুতিতে এমন সুন্দর ও সফল আয়োজন করার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। উপাচার্য মহোদয় এ ধরনের দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারাবাহিকতা ধরে রাখার গুরুত্ব তুলে ধরে বলেন- “দেশীয় এ ধরনের সংস্কৃতি আমাদের ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। কৃষি এবং কৃষককে প্রাধান্য দিয়ে দেশে কৃষকদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।”
শিক্ষার্থীরা এমন একটি ঐতিহ্যবাহী আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে ও জাঁকজমকভাবে নবান্ন উৎসব পালনের আশাবাদ ব্যক্ত করেন। এই উৎসব শিক্ষার্থীদের মাঝে কৃষি ঐতিহ্য এবং দেশীয় সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।