Here you will see the details of a News or Event

উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সুবিধার্থে, কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে (কুড়িকৃবি) পরীক্ষাকেন্দ্র হিসেবে অনুমোদন দিয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহ: রাশেদুল ইসলাম উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সুবিধার্থে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেন। প্রস্তাবটি কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রিয় ভর্তি কমিটির সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সিদ্ধান্তের ফলে উত্তরবঙ্গের কৃষি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের যাতায়াত ও আর্থিক সুবিধা নিশ্চিত হবে।

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।