আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপাচার্য মহোদয়ের সাথে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব দেবদাস দত্ত মজুমদার (ধ্রুব)।
বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বে এক অবিস্মরণীয় দিন আজ । জাতির পিতা বঙ্গবন্ধুর দিক নির্দেশনায় দীর্ঘ নয় মাস লড়াই-সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বিজয়ী বাঙালি মাথা তুলে দাঁড়ায়। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে । এ দিনে অর্জিত হয়েছে একটি স্বাধীন ভূখন্ড, বাঙালি জাতি পেয়েছে নিজস্ব পতাকা ও জাতীয় সংগীত । বাঙালি জাতির এই বীরত্ব ও দেশাত্মবোধ মহাকালে বিশ্বে বাঙালির এক নতুন ইতিহাস।