Here you will see the details of a News or Event

আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপাচার্য মহোদয়ের সাথে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব দেবদাস দত্ত মজুমদার (ধ্রুব)।

বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বে এক অবিস্মরণীয় দিন আজ । জাতির পিতা বঙ্গবন্ধুর দিক নির্দেশনায় দীর্ঘ নয় মাস লড়াই-সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বিজয়ী বাঙালি মাথা তুলে দাঁড়ায়। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে । এ দিনে অর্জিত হয়েছে একটি স্বাধীন ভূখন্ড, বাঙালি জাতি পেয়েছে নিজস্ব পতাকা ও জাতীয় সংগীত । বাঙালি জাতির এই বীরত্ব ও দেশাত্মবোধ মহাকালে বিশ্বে বাঙালির এক নতুন ইতিহাস।