কুড়িগ্রাম, ২৬ মে ২০২৫: ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর উপাচার্য মহোদয় ভর্তি প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং এই কার্যক্রমে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিঁনি আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথেও সরাসরি কথা বলেন। শিক্ষার্থীদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিঁনি আশ্বস্ত করেন।
এটি কুড়িকৃবির দ্বিতীয় ভর্তি কার্যক্রম। এর আগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষাকার্যক্রম শুরু হয়েছে। গতবার থেকেই ভর্তি প্রক্রিয়াকে সহজ ও কার্যকরী করতে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল কর্তৃক তৈরি করা স্টুডেন্ট পোর্টাল সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। এই সফটওয়্যারটি পুরো ভর্তি কার্যক্রমকে সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় করেছে। শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে, বিভিন্ন দপ্তরে অনুমোদন এবং ভর্তি ফি জমা দেওয়া পর্যন্ত সকল কাজ একটি মাত্র প্ল্যাটফর্মে সম্পন্ন হচ্ছে।
এই আধুনিক ও সহজ ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা উভয়ই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। শিক্ষার্থীরা সহজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছে। অভিভাবকরাও বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেখানে কাগজপত্র নিয়ে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে দৌড়াতে হয় এবং টাকা জমা দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়, সেখানে কুড়িকৃবিতে একই ছাদের নিচে এক জায়গায় বসেই পুরো ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। এমন একটি সুন্দর ও সহজ ভর্তি ব্যবস্থাপনার জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।"
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ডিজিটাল ও সুসংগঠিত ভর্তি প্রক্রিয়া দেশের শিক্ষাব্যবস্থায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে গৃহীত এই পদক্ষেপ নিঃসন্দেহে শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হতে সহায়তা করবে। এটি প্রমাণ করে যে কুড়িকৃবি শুধুমাত্র শিক্ষার মানোন্নয়নেই নয়, প্রশাসনিক ব্যবস্থাকেও যুগোপযোগী করতে বদ্ধপরিকর।