Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

আজ ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। সকাল ৯:০০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করেন। এরপর কৃষি অনুষদের মাননীয় ডিন প্রফেসর ড. মো: আব্দুল আলীম-এর সভাপতিত্বে একটি আলোচনা সভা এবং শহীদদের রুহের মাগফিরাত এর জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের এই দিনে দেশের মেধাবী সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করে উন্নয়ন থেকে পিছিয়ে রাখার যে কৌশল পাকিস্তানি হানাদার বাহিনী নিয়েছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বাঙালিদের অসামান্য ত্যাগ ও পরিশ্রমের ফলে আজ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্থানে করে নিতে সক্ষম হয়েছে

 

আমরা যদি জাতি হিসেবে আগামীতে এক হয়ে, সকল মত-পথের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে মনোনিবেশ করি, তাহলে বাংলাদেশ পৃথিবীর বুকে এক অনন্য দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন