Here you will see the details of a News or Event

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে "এন্টি-র‍্যাগিং ও এন্টি-ড্রাগ" সেমিনার-২০২৫ অনুষ্ঠিত।

কুড়িগ্রাম, ২৯ জুন ২০২৫ – আজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে "এন্টি-র‍্যাগিং ও এন্টি-ড্রাগ" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে র‍্যাগিং ও মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহ: রাশেদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে র‍্যাগিং এবং মাদকের অপব্যবহারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের প্রতি এ ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকার আহ্বান জানান।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ পাওয়ারপয়েন্ট স্লাইড উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র ডিরেক্টর প্রফেসর ড. মো. রজ্জব আলী। তিনি র‍্যাগিং ও মাদকাসক্তির সামাজিক ও মনস্তাত্ত্বিক কুফল এবং এর প্রতিকারের বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেন।

এছাড়াও, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব জনাব মীর্জা মোহাম্মদ আলী রেজা অনুষ্ঠানে আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে র‍্যাগিং ও মাদকের অপব্যবহার প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মনোযোগ সহকারে সকলের বক্তব্য শোনের এবং নিজেদের মতামতও ব্যক্ত করেন।

বক্তারা সকলেই র‍্যাগিং এবং ড্রাগ এডিকশনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের গুরুত্বারোপ করেন এবং একটি সুস্থ ও নিরাপদ শিক্ষাঙ্গণ নিশ্চিত করার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন।