Here you will see the details of a News or Event

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে কুড়িকৃবি এর উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন এর শোক বাণী।

আমরা গভীর শোক ও দুঃখে জানাচ্ছি যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক স্যার গত ১১-১১-২০২৩ খ্রি. ভোর আনুমানিক ৫ টার দিকে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি বেশকিছু দিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ছিলেন একজন কৃতি শিক্ষাবিদ, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ২০২১ সালের ১ জুন যোগদান করেন।

অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ ব্যক্তি। তিনি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ-তায়ালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।