• Home
  • Vision and Mission

Here you will see the details of our vision and mission

বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য :

দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে যুগোপযোগী কৃষি শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, প্রযুক্তিবিদ তৈরি ও সরবরাহ করা।

কর্মদর্শন :

  • কৃষিবিজ্ঞানে গুণগত মানসম্মত ও যুগোপযোগী উচ্চতর কৃষি শিক্ষাসহ গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, হস্তান্তর এবং প্রশিক্ষণের ব্যবস্থা ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক উদ্যেগ গ্রহণ করা।
  • উদ্ভাবনী ও অভিযোজিত প্রযুক্তির মাধ্যমে কৃষক, সম্প্রসারণকর্মী ও কৃষি শিল্প উদ্যোক্তাবৃন্দের বিদ্যমান ও উদীয়মান সমস্যাবলি সমাধানের উদ্দেশ্যে প্রায়োগিক ও মৌলিক গবেষণা পরিচালনা করা।
  • কৃষিকে বাণিজ্যিকীকরণের শিল্প এবং একাডেমিক সংযোগের মাধ্যমে গ্রযাজুয়েটদের শিল্প উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং টেকসই গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
  • শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, নৈতিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক ও বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে গড়ে তোলা জাতিগঠনমূলক কাজে সম্পৃক্ত করা।
  • দেশে ও বিদেশের বিভিন্ন কৃষি সংশ্লিষ্ট প্রতিঠান ও সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক যৌথ সহযোগিতামূলক গবেষণা ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ ।

কর্ম-পরিকল্পনা :

  • আধুনিক ও নয়নাভিরাম স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণ।
  • বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি নির্ভর গবেষণা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা।
  • আধুনিক ও উন্নত যন্ত্রপাতি সমৃদ্ধ বিশ্বমানের গবেষণাগার তৈরি।
  • মাল্টিমিডিয়া ও ইন্টারনেট /ওয়াইফাই সংযোগ সমৃদ্ধ শ্রেণীকক্ষ/ক্যাম্পাস।
  • আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে শিক্ষার্থীদের দেশে/বিদেশে ইন্টার্ণশীপ।
  • যুগোপযোগী পাঠ্যক্রম এবং বিষয় ভিত্তিক অভিজ্ঞ ও প্রবীণ দেশি/বিদেশি শিক্ষকদের মাধ্যমে উন্নত পাঠদানের ব্যবস্থা।
  • শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্দুদ্ধকরণে কাউন্সিলিং।