Here you will see the details of our vision and mission
বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য :
দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে যুগোপযোগী কৃষি শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, প্রযুক্তিবিদ তৈরি ও সরবরাহ করা।
কর্মদর্শন :
কৃষিবিজ্ঞানে গুণগত মানসম্মত ও যুগোপযোগী উচ্চতর কৃষি শিক্ষাসহ গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, হস্তান্তর এবং প্রশিক্ষণের ব্যবস্থা ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করা।
উদ্ভাবনী ও অভিযোজিত প্রযুক্তির মাধ্যমে কৃষক, সম্প্রসারণ কর্মী ও কৃষিশিল্প উদ্যোক্তাবৃন্দের বিদ্যমান ও উদীয়মান সমস্যাবলি সমাধানের উদ্দেশ্যে প্রায়োগিক ও মৌলিক গবেষণা পরিচালনা করা।
কৃষিকে বাণিজ্যিকীকরণের শিল্প এবং অ্যাকাডেমিক সংযোগের মাধ্যমে গ্রাজুয়েটদের শিল্প উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং টেকসই গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, নৈতিক মূল্যবোধ সম্পন্ন আধুনিক ও বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে গড়ে তোলা এবং জাতিগঠনমূলক কাজে সম্পৃক্ত করা।
দেশে ও বিদেশের বিভিন্ন কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক যৌথ সহযোগিতামূলক গবেষণা ও উন্নয়নের উদ্যোগ গ্রহণ।
কর্ম-পরিকল্পনা :
আধুনিক ও নয়নাভিরাম স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণ।
বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি নির্ভর গবেষণা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা।
আধুনিক ও উন্নত যন্ত্রপাতি সমৃদ্ধ বিশ্বমানের গবেষণাগার তৈরি।
মাল্টিমিডিয়া ও ইন্টারনেট সংযোগ সমৃদ্ধ শ্রেণীকক্ষ এবং ক্যাম্পাস।